কিশোরগঞ্জের কটিয়াদী গচিহাটা স্টেশনের আউটার সিগনালে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আটকা পড়েছে চট্টগ্রাম থেকে জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ও কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস।
কিশোরগঞ্জ রেলওয়ে অফিস সূত্রে জানা যায়, মালবাহী ট্রেনে কোনো মালামাল ছিল না। ট্রেনটি গচিহাটা স্টেশনে আউটার সিগনালে পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে আটকা পড়ে চট্টগ্রাম থেকে জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস। কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। মালবাহী ট্রেনের বগিটি উদ্ধারে কাজ চলছে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকর্মীরা কাজ করছে। যত দ্রুত সম্ভব উদ্ধার অভিযানের পর ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.