কানাডার রাজধানী অটোয়ার একটি বাড়ি থেকে চার শিশু ও দুই প্রাপ্তবয়স্কের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ৩৫ বছর বয়সী দর্শনি বানবারানায়েক এবং তার চার শিশুসন্তান। এছাড়াও শ্রীলঙ্কান পরিবারটির পরিচিত নিহত আরেকজন হলেন ৪০ বছর বয়সী আমরাকুনমুবিয়ানসেলা গে গামিনী আমারাকুন।
এদিকে, এ ঘটনায় ১৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তিনি ওই পরিবারের সঙ্গেই থাকতেন। তার নাম ফেবরিও ডি-জয়সা।
নিহত শিশুদের বাবাকে আহত অবস্থায় অটোয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা শ্রীলঙ্কান। তারা কানাডায় নতুন এসেছিল। নিহতদের মধ্যে সবথেকে ছোট শিশুটির বয়স তিন মাসেরও কম। অটোয়াতে শ্রীলঙ্কান হাইকমিশন নিশ্চিত করেছে যে, ওই পরিবারটি শ্রীলঙ্কান। এর বেশি কোনো তথ্য হাইকমিশন থেকে দেওয়া হয়নি।
অটোয়া পুলিশ প্রধান বলেছেন, নিহতদের "ধারযুক্ত অস্ত্র" ব্যবহার করে হত্যা ও আহত করা হয়েছে। এটি অটোয়ার ইতিহাসে সবচেয়ে বড় হত্যাকাণ্ডের ঘটনা বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনাটি বেদনদায়ক এবং এর তদন্ত জটিল প্রক্রিয়া।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.