ঢাকা | সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫:২১ পূর্বাহ্ণ
সাহিত্যকবিতা- বড্ড গরম

কবিতা- বড্ড গরম

spot_img

বড্ড গরম
প্রিতময় সেন

প্রকৃতির এই তীব্র তেজে
মানুষ হাহাকার করছে,
একটুখানি স্বস্তির খোঁজে।

ঋতু বদলের সাথে দেখা মেলেছে
গরম নামক এক যন্ত্রণার সাথে,
সকাল, দুপুর সর্বক্ষণে
মানুষকে সে পুড়িয়ে মারছে।

গরমের এই অস্থিরতার ফাঁকে
একটু যদি বৃষ্টির দেখা মেলে,
প্রকৃতি  জুড়ে তক্ষুণি যেন
সজীবতায় স্নিগ্ধতা ফিরে।

আজ’যে দক্ষিণা দুয়ার খুলে
অনেকে’ই চেয়ে থাকে,
প্রকৃতির মন জুড়ানো সেই বাতাস
কখন এসে একটু স্বস্তি দেবে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর