১৫ ফেব্রুয়ারি সারা দেশে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য পরীক্ষার্থীদের ১৮টি সুপারিশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও ট্রাফিক প্রধান মনিবুর রহমান জানান, পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়া সহজ করতে ট্রাফিকের কুইক রেসপন্স টিম কাজ করবে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রের আশেপাশে একাধিক ভ্রাম্যমাণ টিম থাকবে। কেন্দ্রের আশপাশের সড়কে হকার থাকতে দেওয়া হবে না। ঢাকা মহানগরীতে ১২২টি কেন্দ্র আছে। পরীক্ষা কেন্দ্রের পাশের সড়কে অযাচিত হর্ণ না বাজাতে অনুরোধ করা হচ্ছে। গড়ে প্রতিদিন শতাধিক ব্যাটারি চালিত রিকশার ডাম্পিং করা হচ্ছে। অবৈধ যেকোনো বাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, এ বছর এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.