মোহাম্মদ অনিক। অটোরিকশা চালাতেন। গতকাল রাতে বৃষ্টি শুরু হলে মিরপুরে কমার্স কলেজ–সংলগ্ন ঝিলপাড় বস্তির বিপরীত পাশে একটি দোকানের সামনে অপেক্ষা করছিলেন তিনি।
ভারী বৃষ্টির কারণে সেখানকার রাস্তা তলিয়ে যায়। তবে পানি ঠেলেই পথচারারীরা গন্তব্যের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে পড়ে যান চারজন। তাদের উদ্ধার করতে এগিয়ে যান অনিক। অনিক হয়তো বুঝতে পারেননি যারা পড়ে গেছেন তারা বিদ্যুতায়িত হয়েছেন। যারা পড়ে গেছেন তাদের তুলতে গিয়েই প্রাণ দিতে হয় অনিককে। এমনটাই বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা।
হাছান নামে এক ঝিলপাড় বস্তির এক বাসিন্দা বলেন, বুধবার বিকেলেই অনিকের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। আর সে রাতে মারা যায়।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টি শুরু হলে ঢাকার অনেক সড়কের মতো পানি জমে যায় মিরপুরে কমার্স কলেজ–সংলগ্ন ঝিলপাড় বস্তির সামনের সড়কেও। জলমগ্ন ওই সড়কে পানিতে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জন গুরুতর আহত হন। অনিক তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়। তখন আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠালে অনিকসহ চার জন মারা যান।
নিহতরা হলেন- মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (০৭) এবং তাদের উদ্ধার করতে যাওয়া মোহাম্মদ অনিক (২০)। মিজানের আরেক ছেলে আহত হোসাইনকে (০৭ মাস) প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে এরপর শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.