সাদা বলের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া নারী দল। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলেছে অজি মেয়েরা। দুই সিরিজের কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। দুই ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছে টাইগ্রেসরা।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আশাবাদী, আগামী এক দুই বছরের মধ্যে ভালো অবস্থানে পৌঁছাবে বাংলাদেশ নারী দল। গতকাল শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির এই কর্মকর্তা।
নারী দলকে নিয়ে জালাল বলেন, ‘প্রথমে ধরে নিতে হবে অস্ট্রেলিয়া হচ্ছে সেরা দল। মেয়েদের ক্রিকেটের মধ্যে শারীরিকভাবে বলেন, মেন্টালি বলেন অস্ট্রেলিয়া সেরা দল। ভারত, ইংল্যান্ডের থেকেও।
'তাদের সাথে আমাদের মেয়েরা খেলেছে, আমি মনে করি মোটামুটি তারা ভালো খেলেছে। হ্যাঁ, ব্যাটিংয়ে প্রথম দিকে কিছু সমস্যা আছে। আশা করি এটা ঠিক হয়ে যাবে। কারণ কিছু নতুন প্লেয়ার আছে। তাদের এডজাস্ট করতে সময় লাগবে। আশা করি ১-২ বছরের মধ্যে এটা ভালো দল হবে। বোলিং মোটামুটি ভালো। সামনের দিকে আরও ভালো হবে।’- যোগ করেন জালাল।
সামনেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এমন সিরিজ আয়োজনকে ভালো দিক হিসেবে দেখছেন জালাল, ‘যারা টিম ম্যানেজমেন্টে আছে নারী উইংয়ের, তারা অবশ্যই দেখবে কারণ আমরা শক্তিশালী দলের সাথে খেলেছি। হয়তো দুর্বল দলের সাথে খেললে আমাদের অনেক দুর্বলতা ধরা পড়ত না কিন্তু শক্তিশালী দলের সাথে খেললে আমরা বুঝতে পারি যে আমাদের কোথায়, কী সমস্যা আছে। এখানে কোচ বা অন্যরা এটা দেখবে অবশ্যই।’
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.