কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবৃত্তি সংগঠন অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্রের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে সংগঠনটির প্রতিষ্ঠার একযুগে পদার্পণ উপলক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
সংগঠনের সভাপতি রফিক উদ্দিন বলেন, অনুপ্রাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একমাত্র আবৃত্তি সংগঠন। নিরন্তর নিঃশব্দ ক্রন্দনে উর্বর অনুপ্রাস এ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রেখে যাচ্ছে অনুপ্রাস। আজ এক যুগে পদার্পণ করেছে সংগঠনটি। এ যাত্রায় যারা সংগঠনের পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম ও প্রভাষক অমিত দত্ত।
উল্লেখ্য,অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র ২০১৩ সালে ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.