
জুলাইয়ের ভেতরে জুলাই সনদ না হলে এর দায় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর মিরপুরের পল্লবীর বিআরটিসির বাস ডিপোর সামনে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মৌন মিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে, খানা-পিনা খাচ্ছে, সন্ধ্যায় চলে যাচ্ছে এবং কোনো সিদ্ধান্ত দিচ্ছে না, তারা কারা? কিছু কিছু দলকে ওখানে আহ্বান করা হয়েছে, তাদের সঙ্গে বসে কীভাবে সংস্কারের আলোচনা করব। তারা খানা-পিনা করে সিদ্ধান্ত ছাড়া বেরিয়ে যাচ্ছে। এভাবে আজকে ১৮ জুলাই, যদি জুলাইয়ের ভেতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার।
তিনি বলেন, বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। আমাদের ওপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। অথচ বিএনপি প্রত্যেকটা ঐক্যমত পোষণের জন্য এগিয়ে আসছে।
একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে সালাহউদ্দিন বলেন, যে দলটি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে, এক সময়ে স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, আরেক সময়ে মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। তারা এবার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আরেকটি দল রয়েছে, যারা নাকি হাতপাখা দিয়ে ১৬ বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না।
তিনি বলেন, আজকে যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন রাজনীতিতে, তাদের উদ্দেশ্যে নসিহত করছি, যারা নতুন করে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন দেখা ভালো। কিন্তু মনে রাখতে হবে, কেউ যদি দেশে নির্বাচনকে পিছিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় অথবা বিভিন্ন রকমের ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্যে হচ্ছে, ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়।
গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোস্তফা জামানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে উত্তরের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।