ঢাকা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৬:১৯ অপরাহ্ণ
প্রচ্ছদউড়ে গেল পুলিশ সদস্যের কবজি

উড়ে গেল পুলিশ সদস্যের কবজি

spot_img

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে বাহিনীর এক সদস্যের কবজি উড়ে গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচ জন পুলিশ সদস্য।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকা এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— পুলিশ সদস্য ফুয়াদ (২৪), উপপরিদর্শক প্রবীর (৪৫) এবং পুলিশ সদস্য মোরশেদ (৩০)। এর মধ্যে ফুয়াদের ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আহতদের ঢামেকের জরুরি বিভাগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে নিয়ে আসেন সহকারী পুলিশ কমিশনার (এডিসি) নন্দিতা। তবে বিস্ফোরণের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন বলেন, গাজীপুর থেকে গুরুতর আহত অবস্থায় তিনজন পুলিশকে জরুরি বিভাগে আনা হয়েছে। এদের মধ্যে ফুয়াদ নামে এক পুলিশ সদস্যের ডান হাতের কবজি উড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনেরও জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, আহতাবস্থায় পাঁচজন পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে গুরুতর আহত পুলিশ সদস্য প্রবীর, ফুয়াদ ও মোরশেদকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

অপর দুই পুলিশ সদস্য আশিকুল (২৭) ও বিপুলকে (২৪) তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে বুধবার সকালে একদফা আন্দোলনের পর ফের দুপুরে আমবাগ এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামেন। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা সেখানে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর