ঢাকা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৬:৫৮ অপরাহ্ণ
বৃহত্তর নোয়াখালীনোয়াখালীউই ফর ইউ'র সভাপতি সায়েম, সেক্রেটারি রিপন

উই ফর ইউ’র সভাপতি সায়েম, সেক্রেটারি রিপন

spot_img

নোয়াখালীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন উই ফর ইউ এর কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সায়েম মোহাম্মদ ইব্রাহিম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম রিপন।

শুক্রবার (৫ মে) উই ফর ইউ`র কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আজীবন সদস্য সহ মোট ভোটার ১৪২ জন। এর আগে ১ম ধাপে নারায়ণগঞ্জ ইউনিট ও ঢাকা ইউনিট এবং ২য় ধাপে কবিরহাট ইউনিটে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।আজ ৩য় ধাপে আজীবন, কেন্দ্রীয় কমিটি, বসুরহাট পৌরসভা ইউনিট ও কোম্পানীগঞ্জ উপজেলা এর ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সব ইউনিট মিলে মোট ভোট সংগ্রহ হয়েছে ১২২টি। তার মধ্যে আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৫৭ ভোট, তাজুল ইসলাম রিপন পেয়েছেন ৬৫ ভোট।

প্রসঙ্গত, উই ফর ইউ একটি সামাজিক স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন। ২০১০ সালে সরকারি মুজিব কলেজের ৫ জন ছাত্র এটি প্রতিষ্ঠা করে। এটি ২০১০ থেকে সামাজিক কাজের সাথে জড়িত রয়েছে। ২০১৬ সালে সমাজসেবা মন্ত্রণালয় কতৃক নিবন্ধিত হয়।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর