ক্ষণে ক্ষণে বদলাচ্ছে বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দলবদল আলোচনা। সম্ভাব্য গন্তব্য হিসেবে সাবেক ক্লাব বার্সেলোনা ও সৌদি ক্লাব আল-হিলালের কথাই বারবার উঠে আসছে। তবে সব গুঞ্জন থামিয়ে মেসি যোগ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে।
বুধবার (৭ জুন) ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানিও জানান, লিওনেল মেসি ইন্টার মিয়ামির নতুন খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।
মেজর লিগে যোগ দিলে চুক্তির অংশ হিসেবে অ্যাপল ও অ্যাডিডাসের সঙ্গে মুনাফা ভাগাভাগির সুযোগ থাকবে মেসির। এমনকি খেলা ছাড়ার পর এমএলএসের একটি ক্লাবের মালিকানাও দেওয়া হবে তাকে।
কদিন আগে সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছিল, চুক্তির বিষয়ে আল হিলালের সঙ্গে সমঝোতায় পৌঁছে গেছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। তবে এরপরই আবার আলোচনায় ওঠে আসে পুরনো ক্লাব বার্সেলোনাও। দলবদল বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানিও জানান, সম্প্রতি বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন মেসির বাবা হোর্হে মেসি। এরপরই হোর্হে মেসি জানিয়েছেন, 'লিও (মেসি) বার্সায় ফিরতে চায় এবং আমি নিজেও তাকে সেখানে দেখতে পছন্দ করবো।'
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.