দক্ষিণী তারকা আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানার ‘পুষ্পা : দ্য রাইজ’। ২০২১ সালে সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলে। আয়ের দিক থেকে বদলে যায় অনেক হিশাব-নিকাশ। এর পরই সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেন নির্মাতা সুকুমার। কয়েকবার সিনেমার শুটিং পিছিয়ে গেলেও বর্তমানে শুটিং পুরোদমে চলছে। শুটিং সেট থেকে এবার ভাইরাল হয়েছে অভিনেত্রী রাশমিকার লুক। খবর : টাইমস অব ইন্ডিয়া
‘পুষ্পা ২ : দ্য রুল’ সিনেমাটি এ বছরের ১৫ আগস্ট মুক্তি দেওয়া হবে। এ কারণে বর্তমানে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। আর সেই শুটিংয়ের একটি দৃশ্য ফাঁস হয়ে গেছে নেটদুনিয়ায়।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, রাশমিকার পুষ্পার সেই পুরোনো অবতার। পরনে লাল রঙের শাড়ি, খোঁপায় গোঁজা ফুল। আর সঙ্গে ভারী গহনা।
এদিকে শুটিং স্পটের চারপাশে উৎসুক জনতার ভিড়। সেই ভিড় সামাল দিতে সেটের কর্মরতরা এবং পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
বর্তমানে সিনেমার শুটিং হচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশের জগন্তী উমা মহেশ্বরা মন্দিরে। সেখান থেকেই ভিডিওটি ফাঁস হয়েছে।
‘পুষ্পা’ সিনেমার চেয়ে ‘পুষ্পা-টু’ আরও বেশি চমকপ্রদ হবে বলে দাবি নির্মাতার। এ ছাড়া এবার সিনেমাটির বাজেটও প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। এবার বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি রুপি।
সিনেমায় আল্লু আর্জুন ও রাশমিকার ছাড়া আরও অভিনয় করছেন ফাহাদ ফসিল, প্রকাশ রাজ, সুনীল, রাও রমেশ প্রমুখ।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.