চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সঞ্চালনা থেকে অভিনয়ে নাম লেখান তিনি। তারপর কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন।
ফারিয়ার গাওয়া প্রথম গান 'পটাকা' মুক্তি পায় ২০১৮ সালের ২৬ এপ্রিল।
এবারের ঈদুল ফিতরে মুক্তি পাবে তার নতুন গান 'বুঝি না তো তাই'। বেশ আগে এ গানের মিউজিক ভিডিওর টিজার প্রকাশ হয়েছে। ঈদের কয়েক দিন আগে মুক্তি পাবে পুরো গান।
এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন— "উৎসবে মানুষ যে ধরনের গান শুনতে চায়, ‘বুঝি না তো তাইথ তেমনই একটি গান। এ জন্য চাইছি ঈদ আরেকটু ঘনিয়ে আসুক, উৎসব আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক, তারপর গান মুক্তি দেব।''
২০১৫ সালে 'আশিকী' সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করে ভারত-বাংলাদেশ। এরপর বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। বর্তমানে 'ফুটবল ৭১' সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ফারিয়া।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.