ঢাকা | বুধবার | ৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২:০২ অপরাহ্ণ
বিনোদনআমি আর সিনেমা করব না: মাহিয়া মাহি

আমি আর সিনেমা করব না: মাহিয়া মাহি

spot_img

নির্বাচনী প্রচারণায় নেমে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘আমি আর সিনেমা করব না। নির্বাচনে জয়ী হলে এলাকার মানুষের পাশে থাকতে সেখানেই সময় দেব।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মাহি। নির্বাচনী প্রচারণায় ওই আসনের বিভিন্ন স্থানে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটার মাহিকে বলেন, ‘ভোটের পর নেতারা দেশ ছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না! ভোটের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমন দেখি।’

ওই নারী ভোটারের মন্তব্যের জবাবে মাহি বলেন, ‘আমার বাসা মন্ডমালা। এখানেই থাকব। আমি আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব।’

এরপর সেখানকার ভোটারদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘নির্বাচনে জয়ী হলে আমার প্রথম কাজ হবে আপনাদের পানি নিয়ে কাজ করা, সড়ক নিয়ে কাজ করা। আমি চেষ্টা করব, আপনাদের পানির ব্যবস্থা করে দেওয়া ও সড়ক ঠিক করে দেওয়া।’

মাহি শপথ করে বলেন, ‘আমি এমন কাজ করব, যেন ভবিষ্যতে আর ভোট চাইতে না আসতে হয়। গত ১৫ বছরে যে উন্নয়ন হয়নি, সেটাই আমি ৫ বছরে করে দেখাব। এটা আমার জেদ।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসনে নির্বাচন করছেন তিনি। এই আসনে একটানা তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর