
২০২২ সালের জুলাইতে আকস্মিক ফেসবুক পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন দেশসেরা এ ওপেনার।
বুধবার (৫ জুলাই) আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে হেরে গভীর রাতে টাইগার অধিনায়ক জানিয়েছিলেন আজ (বৃহস্পতিবার) দুপুরে সংবাদ সম্মেলন করবেন।
দুপুর ১ টা ১৫ মিনিটে কান্নাভেজা চোখে সংবাদ সম্মেলনে হাজির হলেন এবং আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন।
কান্নাজড়িত কণ্ঠে তামিম বলেন, নরম্যালি এমন সময়ে যে কোনো ক্রিকেটারই স্পিচ লিখে নিয়ে আসে, কিন্তু এমন কিছু আমি করিনি। খুব দ্রুতই শেষ করবো আমি। গতকাল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ ম্যাচ। এ সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি।
প্রসঙ্গত, প্রায় মাসখানেক ধরেই কোমরের চোটে ভুগছিলেন এই ওপেনার। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিও খেলতে পারেননি। নিয়মিত অনুশীলন চালিয়েও শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি তামিম। তবে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেছেন।