জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার ১০ বস্তা উত্তরপত্র চুরি হয়েছে। এই ঘটনায় শুক্রবার অনিক নামের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া খাতাও উদ্ধার করা হয়।
এর আগে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের কক্ষের তালা ভেঙে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের অনার্স প্রথম বর্ষের খাতা চুরি করা হয়। এ ঘটনায় গতকাল গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান পরীক্ষক সহযোগী অধ্যাপক ইফফাত আরা।
কলেজ কর্তৃপক্ষ জানায়, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাশের স্টোর রুমে রাখা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ৩৯ বস্তা উত্তরপত্র। গতকাল দুপুর ২টার দিকে কলেজের নিরাপত্তা প্রহরীরা অধ্যক্ষকে জানান, স্টোর রুমের তালা ভেঙে কে বা কারা উত্তরপত্র চুরি করেছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরীক্ষার ১০ বস্তা উত্তরপত্র চুরির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান পরীক্ষক সহযোগী অধ্যাপক ইফফাত আরা বলেন, ‘জুমার নামাজের পর খবর পাই, স্টোর রুমের তালা ভেঙে আমাদের খাতাগুলো নিয়ে গেছে। পরে অবশ্য কেউ একজন অটোরিকশায় করে খাতা পাঠিয়ে দিয়েছে।’
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ মো. বিএম আব্দুল হান্নান বলেন, ‘তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়া হয়। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসলে কলেজেরই এক ছাত্র অটোরিকশায় করে ১০ বস্তা খাতা নিয়ে কলেজ ক্যাম্পাসে আসেন। পরে ওই ছাত্রকে পুলিশ আটক করে।’
এ ঘটনার সঙ্গে কারা জড়িত—এ প্রশ্ন করা হলে এড়িয়ে যান কলেজের অধ্যক্ষ। তিনি বলেন, ‘বিষয়টি দারোয়ানরা পুলিশকে অবহিত করেছে। আপনারা থানায় খোঁজ নেন।’
বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ড চেয়ে আদালতে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.