রাজধানীর বঙ্গবাজার মার্কেটের আগুন সাড়ে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এখন বঙ্গবাজারে লাগা আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েকটি মার্কেটে। এনেক্সকো ভবনে আগুন জ্বলছে।
সর্বশেষ পুলিশ সদর দপ্তরের পাশের মার্কেট মহানগর শপিং কমপ্লেক্সেও আগুন লেগেছে। মহানগর শপিং কমপ্লেক্সে থেকে পুলিশ সদর দপ্তরের আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন ফায়ার ফাইটাররা।
অন্যদিকে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মনজুর আহমেদ জানিয়েছেন, পুলিশ সদর দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। বঙ্গবাজারের আগুনের কারণে ঝুঁকিতে রয়েছে পুলিশ সদর দপ্তর। তবে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। পুলিশ সদর দপ্তরের নিয়োজিত সদস্যরা আগুন নিয়ন্ত্রণ ও আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সহযোগিতা করছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, পুলিশ সদর দপ্তরের ভেতর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক ফায়ার সার্ভিস সদস্য মোতায়েন রয়েছেন।
এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদর দপ্তরের মূল গেটের সামনে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের টার্নটেবল লেডার গাড়িতে কর্মরত এক ফায়ার ফাইটার ঢাকা পোস্টকে বলেন, এখন পর্যন্ত পাশাপাশি তিনটা মার্কেট পুড়ে গেছে। এখন আগুন জ্বলছে মহানগর শপিং কমপ্লেক্সে। যেটি পুলিশ সদর দপ্তরের সঙ্গে লাগোয়া। যে কারণে ঝুঁকিতে রয়েছে পুলিশ সদর দপ্তর। সেখানেও কাজ করছে ফায়ার কর্মীরা।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.