ঢাকা | বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ | ৪:১১ অপরাহ্ণ
জাতীয়ফেনীতে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষ: নিহত ১, আহত ৫

ফেনীতে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষ: নিহত ১, আহত ৫

spot_img

ফেনী পৌরসভার সুলতানপুরে সিএনজি অটোরিকশা ও মাটিকাটার স্কেভেটর বহনকারী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লিমন (১৩) নামে ১ জন ঘটনাস্থলে নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ৫ জন।

শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার সুলতানপুর-আমিনবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের জসিমের ছেলে। সে সুলতানপুর এলাকায় মামাদের সাথে ভাড়া বাসায় থাকতো। আহতরা হলেন, মুন্না (১৭), রাতুল (১৮), রাকিব (২০), রাকিব (১৩), শাকিল (২২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , রাত সাড়ে ৮ টার দিকে লিমন ও তার ৫ বন্ধু একটি সিএনজি অটোরিকশা করে আমিনবাজারের দিকে যাচ্ছিল। সুলতানপুর বিদ্যুৎ সাবস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিকাটা স্কেভেটর বহনকারী একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে যায়।

তারা জানান, ঘটনাস্থলেই সিএনজির সামনে থাকা লিমন (১৩) মারা যান এবং সিএনজিতে থাকা বাকি ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করে মর্গে প্রেরণ করেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মো.সুজন বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৬ কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। বাকি ৫ জনকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।

ফেনী মডেল থানার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে সিএনজি অটোরিকশা ও মাটিকাটা স্কেভেটর বহনকারী ট্রাক্টর পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর