ঢাকা | শুক্রবার | ৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ | ২:১১ পূর্বাহ্ণ
বৃহত্তর নোয়াখালীনোয়াখালীনোয়াখালীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

নোয়াখালীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

spot_img

‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জালাল উদ্দীনের সভাপতিত্বে ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আখিনূর জাহান নীলা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নোয়াখালীর উপ-পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীন, নোয়াখালী পৌরসভার নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, অশ্বদিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, নোয়াখালী ইউনিয়নের সচিব মো. সহিদুল ইসলাম সহিদসহ প্রমুখ।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর