ঢাকা | শুক্রবার | ৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ | ৩:৫৬ পূর্বাহ্ণ
জাতীয়ঢাকায় বিজিবির ‌'র‍্যাট' বাহিনীর টহল

ঢাকায় বিজিবির ‌’র‍্যাট’ বাহিনীর টহল

spot_img

বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে ঢাকার সড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি, সায়েন্সল্যাব, নিউ মার্কেট, হাতিরপুল, মগবাজার, মিন্টু রোড, রমনা, কাকরাইল, হাইকোর্ট এবং সচিবালয় এলাকায় তাদের টহল দিতে দেখা গেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, রাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ মহাসড়কে বিজিবি টহল দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকায় বিজিবির বিশেষায়িত বিজিবি-র‍্যাপিড অ্যাকশন টিমের (র‍্যাট) সদস্যরা টহল দেন।

র‍্যাটের সদস্যদের ঢাকার সচিবালয় এলাকায় মোটরসাইকেল নিয়ে টহল দিতে দেখা গেছে।

বিজিবি জানায়, চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে তারা। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে।

সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে সকাল ৬টা থেকে। তিনদিনের এ অবরোধ কর্মসূচি চলবে ২ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর