ঢাকা | বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ | ১০:৩৭ পূর্বাহ্ণ
বিনোদনজলপরী রূপে নজর কাড়লেন সাবা

জলপরী রূপে নজর কাড়লেন সাবা

spot_img

সুইমিংপুলে ‘জলপরী’ হয়ে ধরা হয়ে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী সোহানা সাবা। সবুজ শাড়ীতে সাবার পানিতে ভেজা সাবা যেন নিজেকে নতুন করে হাজির করলেন ভক্তদের সামনে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবার আবেদনময়ী আরো কিছু ছবি প্রকাশ হয়েছে।

ছবিগুলোতে দেখা যাচ্ছে সরোবরে গোসল সারছেন অভিনেত্রী, এরপর উঠে আসছেন জল থেকে।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে সাবা লিখেন, ‘হে হিম হে অর্ণব হে সমীরণ, হে অসঙ্গত হে বিকিরণ, সমস্ত ভ্রান্তি এ অব্দে থুয়ে, লয়ে যাও মোরে সুন্দর সন।’

সবুজ শাড়ীতে সাবার পানিতে ভেজা এই ছবিগুলো নেটিজেনদের মনে ঝড় তুলেছে। কেউ লিখেছেন, ‘জলে ঝড় তুলেছেন সাবা।’ আবার কারো মন্তব্য ‘শীতে উষ্ণতা ছড়িয়ে গেলেন অভিনেত্রী।’

প্রসঙ্গত, কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পথচলা শুরু সোহানা সাবার। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন এই আবেদনময়ী অভিনেত্রী। ‘আয়না’, ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ থেকে ‘বৃহন্নলা’য় কাজের জন্য বেশ প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর