ঢাকা | বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ | ৩:১১ অপরাহ্ণ
সারাদেশচাঁদপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা

চাঁদপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা

spot_img

চাঁদপুরে আজও সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত সময় পার করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী শহরের বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কাজ করছে। চাঁদপুর শহরের কোথাও সড়কে ট্রাফিক পুলিশ নেই, তাই সেখানে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলের দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা।

তারা ওয়্যারলেস, বাসস্ট্যান্ড, ইলিশ চত্ত্বর, শপথ চত্ত্বর, নতুনবাজার, পালবাজার ব্রিজসহ বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছে। যা দেখে সাধারণের মাঝে প্রশংসিত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা চালকদের মিনতি করে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানান।

অপরদিকে সরকার পতনের দাবি আদায়ের আন্দোলন সংগ্রাম চলাকালীন সড়কে পড়ে থাকা আবর্জনা দুদিন পূর্বে তারা দল বেঁধে পরিষ্কার করছেন। এমনকি জেলার কোথাও যেন হামলা ও লুটপাট করা না হয়, সেই লক্ষ্য বাস্তবায়নে কোটা আন্দোলনের নেতারা মাইকিং করেছেন।
চাঁদপুরে কোটা সংস্কার আন্দোলনের সদস্যরা জানান, গত সোমবার সন্ধ্যা থেকেই আমরা ঘোষণা দিয়েছি কেউ যাতে হামলা, লুটপাট না করে। আমরা স্বৈরাচার নই। আমাদের দেশ আমাদেরই পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। স্বৈরাচারদের ফেলে যাওয়া ক্ষতচিহ্নগুলো আমাদেরকেই মুছতে হবে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর