ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৭:০৫ পূর্বাহ্ণ
শিক্ষাক্যাম্পাসকুবিসাসের বর্ষ সেরা প্রতিবেদক জুবায়ের রহমান

কুবিসাসের বর্ষ সেরা প্রতিবেদক জুবায়ের রহমান

spot_img

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) রিপোর্টার্স অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়েছে। এবার বর্ষ সেরা প্রতিবেদকক ১ জন, সেরা প্রতিবেদকক ৩ জন এবং সেরা উদীয়মান প্রতিবেদক হিসেবে ৩ জনকে এ পুরস্কার প্রদান করা হয়।

বৃহস্পতিবার ( ১৬ ফেব্রুয়ারি) কুবি সাংবাদিক সমিতি’র দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে এ পুরুস্কার তুলে দেন।

এতে বর্ষ সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন দি ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি জুবায়ের রহমান, সেরা প্রতিবেদক (প্রথম) হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি নাঈমুর রহমান রিজভী, দ্বিতীয় হয়েছেন দৈনিক শেয়ার বিজের প্রতিনিধি মোহাম্মদ শাহীন আলম, তৃতীয় হয়েছেন আরটিভির প্রতিনিধি চৌধুরী মাসাবিহ। সেরা উদীয়মান প্রতিবেদকে প্রথম স্থান অর্জন করেছেন সারাবাংলা ডট নেট’র প্রতিনিধি মোহাম্মদ রাজীব, দ্বিতীয় স্থান অর্জন করেছেন আজকের দৈনিকের প্রতিনিধি তুষার ইমরান এবং তৃতীয় স্থান অর্জন করেছেন দৈনিক আনন্দবাজারের প্রতিনিধি চাঁদনী আক্তার।

এ সময় কুবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ হুমায়ুন কবির।

এতে প্রধান আলোচক ও প্রকাশনার মোড়ক উন্মোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। এছাড়াও কুবি শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও পিআইবি’র পরিচালক (প্রশাসন) মো: জাকির হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এবং পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি।

আরও উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন ড. মাহামুদুল হাসান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক, সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, সহযোগী অধ্যাপক মেহেদী হাসান, সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান, সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক মাসুম, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, প্রভাষক সোহরাব হুসাইন, প্রভাষক মো. কামরুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

এছাড়াও দৈনিক আমাদের কুমিল্লা’র ব্যবস্থাপনা সম্পাদক শাহজাদা এমরান, মাই টিভি জেলা প্রতিনিধি আবু মুসা, ইনডিপেনডেন্ট টেলিভিশনের তানভীর দীপু, দৈনিক বাংলার প্রতিনিধি মাহফুজ নান্টু, এটিএন নিউজের প্রতিনিধি আনোয়ার হোসাইন, শাখা হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর