ঢাকা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৭:৪১ অপরাহ্ণ
শিক্ষাক্যাম্পাসআন্দোলনে হামলা করলে সহপাঠীদের বয়কটের ডাক নোবিপ্রবি শিক্ষার্থীদের

আন্দোলনে হামলা করলে সহপাঠীদের বয়কটের ডাক নোবিপ্রবি শিক্ষার্থীদের

spot_img

কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করলে সহপাঠীদের বয়কটের ডাক দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই বয়কটের ডাক দিচ্ছেন।

মঙ্গলবার (১৬ জুলাই ২০২৪) দুপুর থেকে এ বয়কট অব্যাহত রয়েছে। এ পর্যন্ত এ ব্যাপারে বয়কটকৃত বিভাগ সমূহ হলো — মাইক্রোবায়োলজি, ফার্মেসী, এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান, সমাজবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আই আই টি, ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, শিক্ষা, ইংরেজি, সমুদ্রবিজ্ঞান, ইইই এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিস বিভাগ। বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ফেসবুক টাইমলাইনে এ ধরনের বিভিন্ন পোস্ট/ডে দিয়ে এই বয়কটের ডাক দেন।

শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ ও ব্যাচের নাম সহ ফেসবুকে লিখছেন, “কোনো ব্যাচমেট যদি আজকে বা ভবিষ্যতে সাধারণ ছাত্রছাত্রী তথা আমাদের ভাই—বোনদের ওপর আক্রমণের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করব এবং আমাদের সঙ্গে কোনো ক্লাস বা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না। তাকে ব্যাচ থেকে সামগ্রিকভাবে বয়কট করা হবে”।

প্রসঙ্গত, গতকাল সোমবার ঢাবি, জাবি, চবি, কুবি এলাকায় ছাত্রলীগের নেতা—কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষে এমন বয়কটের ডাক অব্যাহত রয়েছে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর