ঢাকা | বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ | ২:৫৫ অপরাহ্ণ
অপরাধঅ্যাম্বুলেন্সের ভেতর থেকে গাঁজা-ফেনসিডিল উদ্ধার

অ্যাম্বুলেন্সের ভেতর থেকে গাঁজা-ফেনসিডিল উদ্ধার

spot_img

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ২৫০ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে, উপজেলার ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির সামনে থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত আর অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রাইভেট অ্যাম্বুলেন্সটি নাগেশ্বরী থেকে ফুলবাড়ী ব্র্যাক মোড় হয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশের টহল জিপের সাইরেন শুনে গতি পরিবর্তন করে দ্রুত গতিতে ফুলবাড়ী বাজারের দিকে পালিয়ে যাওয়ার সময় ওই স্থানে চালক অ্যাম্বুলেন্স রেখে পালিয়ে যান। এ সময় তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। মাদকগুলো সিটের ওপরে চাদর দিয়ে ঢেকে লাশের মতো করে রেখেছিলেন। 

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অজ্ঞাত পলাতক চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ব্যাপারে অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর